আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:২৬

ময়মনসিংহে বাসের ধাক্কায় ৭ অটোযাত্রী নিহত

ময়মনসিংহের তারাকান্দায় বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও দুইজন আহত হয়েছে। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে ময়মনসিংহ-নেত্রকোনা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে জেলার গাছপাড়া বাজার এলাকায় নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে।

আরো সংবাদ