আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:২৭

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের ৬ জনই একই পরিবারের

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত সাতজনের ছয়জনই একই পরিবারের সদস্য। রোববার (৩ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার গাছতলা বাজারে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নেত্রকোনার সদর উপজেলার পেচুয়ালেঞ্জী গ্রামের ফারুক হোসেন (৩০), তার স্ত্রী মাসুমা খাতুন (২৩), তাদের তিন দিনের নবজাতক, বোন জুলেখা খাতুন, ভাই নিজাম উদ্দিন (৩২), ভাবী জোসনা বেগম ও অটোরিকশা চালক রাকিবুল হাসান (৩০)। রাকিবুল হাসান ময়মনসিংহের সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, দুপুর সোয়া ১টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী হযরত শাহ্জালাল পরিবহনের বাস নেত্রকোনাগামী অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার সাত যাত্রী মারা যায়। নিহতের স্বজন আলী হোসেন বলেন, ১ জানুয়ারি ফারুক হোসেনের স্ত্রী মাসুমা খাতুন ময়মনসিংহ শহরের বেসরকারি হাসপাতালে সন্তান প্রসব করেন। তাদের নবজাতক ছেলে সন্তানকে নিয়ে আজ বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সোহেল মিয়া বলেন, বাসটি একটি ট্রাক ওভারটেক করার সময় অটোরিকশা সামনে চলে আসে। অটোরিকশায় ধাক্কার পর সেটি বাসে আটকে কিছু দূর পর্যন্ত চলে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে দিয়ে দেখেন, একজন ছাড়া সকলে মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত