আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৩৭

মশক নিধন অভিযানের উদ্বোধন করলেন দেয়াড়া ইউনিয়ন চেয়ারম্যান আনিছুর রহমান

নিজেস্ব প্রতিবেদক : এডিস মশা দমনে মাননীয় প্রধানমন্ত্রী সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন, সেই সাথে এটিকে নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করছে প্রশাসন।তারই ধারাবাহিকতায়  সারা দেশের ন্যায় যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নেও মশক নিধক অভিযান শুরু করছে ইউনিয়ন চেয়ারম্যান আনিছুর রহমান।


এ সময় মশক নিধন ও পরিচ্ছন্নতা বিষয়ক একটি শোভাযাত্রা ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
স্কুল-কলেজ, অফিস , দোকান সহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় মশক নিধন স্প্রে দেওয়া হয়। 

চেয়ারম্যান আনিছুর রহমান জানান, কোনভাবেই যাতে এডিস মশা এ এলাকায় বংশ বিস্তার করতে না পারে সে লক্ষে সজাগ তারা। এ ছাড়াও প্রতিটি পাড়া মহল্লায় বাড়ির আঙ্গিনা পরিষ্কারের জন্য সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হবে বলেও জানান তিনি।


আজ (২৫ সেপ্টেম্বর) বুধবার সদর উপজেলীধীন দেয়াড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড , গ্রাম এবং এলাকায় মশক নিধন অভিযানের উদ্ধোধন হয়। আজকের এই মশক নিধক অভিযানের উদ্বোধনের সাথে সাথে আগামী দিনগুলোতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এ মশক নিধন কর্মসূচি চলবে এমনটিই জানান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান আনিছুর রহমান।

এসময় ইউনিয়ন পরিষদের সচিব সহ ইউপি সদস্যদের উপস্থিতিতে ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় মশক নিধন স্প্রে দেওয়া হয়।  

আরো সংবাদ