আজ - মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:৫৫

মশ্মিমনগরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা।

স্টাফ রিপোর্টার  : মণিরামপুরে প্রেমিকার ওপর অভিমান করে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক কলেজছাত্র। সোমবার মধ্যরাতে উপজেলার মশ্মিমনগরের রামপুরে ঘটনাটি ঘটে।


বোরহান উদ্দিন (১৭) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুজ্জামানের ছেলে। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
স্বজনরা জানান, মশ্মিমনগর গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বোরহানের। বিষয়টি দুই পরিবারের সবাই জানতো। কয়েকদিন হলো তাদের সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে সোমবার রাত ১২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে বোরহান তার প্রেমিকাকে মোবাইলে ভিডিও কল দেয়। মেয়েটি তার সঙ্গে কথা বলতে না চাওয়ায় মোবাইল ফোন ঘরের জানালায় রেখে গলায় গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করার দৃশ্য প্রেমিকাকে দেখানোর চেষ্টা করে সে।

মেয়েটি দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে বোরহানের মাকে ফোনে বিষয়টি জানায়। বোরহানের মা ওই সময় পাশের গ্রামে মেয়ের বাড়িতে ছিলেন। তিনি খবর পেয়ে বিষয়টি পরিবারের লোকজনকে জানান। ততক্ষণে মৃত্যু হয় বোরহানের।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফতেউর বলেন, মশ্মিমনগর এলাকার একটি মেয়ের সঙ্গে বোরহানের সম্পর্ক ছিল। সম্পর্কের অবনতি হওয়ায় সে আত্মহত্যা করেছে বলে জেনেছি। এই ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত