আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:১৫

মসজিদের দান বক্স ভেঙ্গে টাকা চুরি।

যশোর সদর উপজেলার রূপদিয়া শেখপাড়া জামে মসজিদের দানবক্সের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোনো এক নির্জন সময় দুর্বৃত্তরা মসজিদ সীমানা পাঁচিলের বাইরে বানানো স্থায়ী দানবক্সের তালা ভেঙে দানের টাকা নিয়ে গেছে। তবে ঠিক কি পরিমান টাকা সেই বক্সে জমা হয়েছিলো তার সঠিক কোনো ধারণা পাওয়া যায়নি। সকালে দানবক্সের ঝোলানো তালা না থাকায় বিষয়টা সবার নজরে আসে। পরে নিশ্চিত হওয়া যায় দানবক্সটি থেকে দানের টাকা-পয়সা চুরি হয়ে গেছে।

 

জামে-মসজিদের ইমাম জানান, এখানে কোনো ছিচকে চোর বা নেশায় আসক্ত দুর্বৃত্তরাই এহেন কার্মকা-টা ঘটিয়ে থাকতে পারে। এই দানবক্সের পাশ থেকে কিছু সিগারেট-বিড়ির অবশিষ্ট অংশ পাওয়া গেছে। তবে কর্মকাণ্ডটি যারাই করুক না কেনো নিঃসন্দেহে ক্ষমার অযোগ্য।

আরো সংবাদ