আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:০৫

মহেশপুরে হিট স্ট্রোকে ১ জনের মৃত্যু।

ঝিনাইদহের মহেশপুর শহরে হিট স্ট্রোকে ইউনুচ আলী (৮০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের বারুইপাড়া নিহারুন ভিলার দ্বিতীয় তলায় তার মৃত্যু হয়। ইউনুচ আলী মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, তিনদিন আগে মির্জাপুর থেকে মহেশপুর শহরে ছেলের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরের পর থেকে শারীরিক অসুস্থতা বোধ করার পাশাপাশি পাতলা পায়খানা শুরু হয়। এছাড়াও প্রচুর ঘামতে থাকেন। হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।

মহেশপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুলতান আহম্মেদ  মৃত্যু তথ্য নিশ্চিত করে বলেন, ইউনুস নামে ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

আরো সংবাদ