আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:৫৪

মাগুড়ায় কু পিয়ে যুবক কে হত্যা।

বৃহস্পতিবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার বেরইল-পলিতা গ্রামে শফিকুল ইসলাম (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত শফিকুলের মৃতদেহ পুলিশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, বেরইল পলিতা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি মেম্বার রাজা গাজীর নেতৃত্বে তার সমর্থকরা প্রতিপক্ষ সাবেক মেম্বার আকবর আলির ছেলে শফিকুলকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিহতের পা বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে। উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজা গাজী এবং আকবর আলীর সমর্থকদের মধ্যে শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত