আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:০৫

মাগুরায় কলা বিক্রেতাকে কুপিয়ে হ ত্যা।

মাগুরা শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় ভজন গুহ (৫৫) নামে এক কলা বিক্রেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ‘রাত ১১টার দিকে ছায়াবীথি সড়কে ঋষিপাড়ায় সড়কের পাশে একজনের জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে জানা যায়, নিহত ব্যক্তির নাম ভজন গুহ, পেশায় একজন কলা বিক্রেতা। তিনি গত চার মাস ধরে ঋষিপাড়ায় পরিবার নিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকার আবির নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হলো, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় নিহতের পুত্র বিপ্লব গুহ বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

এদিকে, ভজন কুমার গুহ কে গলা কেটে হত্যার প্রতিবাদে বিকেলে মানববন্ধন করেছে এলাকাবাসী। শহরের জামরুলতলা পূজা মণ্ডপের সামনে মানববন্ধনে নিহত ভজন গুহ এর পরিবারের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নেন। তারা নিরীহ ভজন গুহ হত্যার আসামির দ্রুত বিচার শেষে অবিলম্বে ফাঁসির  দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন বক্তব্য প্রশান্ত কুমার বসু, লিটন ঘোষ জয়, সাধন কুমার গুহ, স্বপনা দে,রানু খাতুন, রিপন ঘোষ, দিপা শিকদার, গয়ের মোল্লাসহ অন্যরা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->