আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:০৯

মাগুরার শালিখায় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের

মাগুরার শালিখা উপজেলায় ট্রাকের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার আড়পাড়া-বুনাগাতী সড়কের জুনারী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার পুলুম গ্রামের ইবাদুল ফকিরের স্ত্রী শরীফা বেগম (৩০) ও তার সাত মাসের মেয়ে খাদিজা।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে শালিখা-বুনাগাতী সড়ক দিয়ে মেয়েকে নিয়ে আড়পাড়া বাজারে আসছিলেন শরীফা বেগম। জুনারী মোড় এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ট্র্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। 

ট্রাকসহ চালক শুকুর আলীকে (৪৫) আটক করেছে পুলিশ। এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তর জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরো সংবাদ