আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:১০

মাগুরায় রাজাকার পুত্রের আ’লীগের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যানপদে কুখ্যাত রাজাকার চাঁদ আলী শিকদারের পুত্র মিজানুর রহমান শিকদারকে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রদান করায় তা বাতিলের দাবীতে আজ মাগুরা প্রেস ক্লাব সড়কের সামনে মুক্তিযোদ্ধার সন্তানেরা মানববন্ধন করেছে।

বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার দুই শতাধিক লোক এই মনিববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম, বিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান বাকি বিল্লাহ।

বক্তাগন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা উপেক্ষা করে মনোনয়ন বোর্ড রাজাকার চাঁদ আলী শিকদারের পুত্র মিজানুর রহমান শিকদারকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করায় লজ্জাস্কর ঘটনা ঘটেছে। সে কারনে রাজাকার পুত্রের দলীয় মনোনয়ন অবিলম্বে বাতিল ও আওয়ামীলীগ প্রার্থীকে মনোনয়ন দানের দাবী জানান। বক্তাগন বলেন, বিগত দিনে যে রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকায় ৯৩ নম্বর ক্রমিকে চাঁদ আলী শিকদার পিং- হাজী মাসুদ সাং ঘুল্লিয়া থানা- মহম্মদপুর উল্লেখ ও প্রকাশ হয়েছে।

আরো সংবাদ