আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৮:০৬

মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, কারাগারে বিএনপি নেতা

রংপুরের বদরগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনামুল হক ওরফে চিকনা এনামুল (৪৮) নামের বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার (১৪ জুন) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এনামুল হক উপজেলার মৃত যতির উদ্দিনের ছেলে। তিনি উপজেলার একটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা কমিটির সদস্য।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ৮ জুন দুপুরের দিকে বাড়ির পাশের একটি মাঠে ওই ছাত্রীকে কৌশলে ডেকে নেন এনামুল। একপর্যায়ে শিশুটির মুখ চেপে ধরে ভুট্টাক্ষেতে নিয়ে যান এবং ধর্ষণচেষ্টা চালান। এসময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান এনামুল হক।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত