আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:০৭

মাদরাসা ছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল, শিক্ষক বহিষ্কার

খানজাহান আলী 24/7 নিউজ: চট্টগ্রামের হাটহাজারীতে এক মাদরাসা ছাত্রকে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত শিক্ষক হাফেজ ইয়াহিয়াকে বহিষ্কার করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ মার্চ) বিকাল ৫টার দিকে হাটহাজারী পৌরসভার কামাল পাড়ায় মারকাজুল কুরআন ইসলামী একাডেমি মাদরাসায় এ মারধরের ঘটনা ঘটে। আহত মাদরাসা ছাত্রের নাম ইয়াসিন ফরহাদ (৮)।

জানা যায়, পৌরসভার কামাল পাড়ায় মারকাজুল কুরআন ইসলামী একাডেমি মাদরাসায় মঙ্গলবার বিকাল ৫টার সময় ছাত্র ইয়াসিন ফরহাদের জন্য মা খাবার দিয়ে চলে যাওয়ার সময় সে তার মায়ের সাথে চলে যাওয়ার জন্য চেষ্টা করে। এ সময় ছাত্রের মা ছেলেকে যেতে নিষেধ করে। কিন্তু সে মাদরাসায় থাকতে নারাজ। তারপর মা চলে যাওয়ার সময় সে আবার দৌড় দিয়ে মায়ের আগে পালিয়ে যাওয়ার প্রাক্কালে অভিযুক্ত শিক্ষক ছাত্র ইয়াসিন ফরহাদকে ধরে মাদরাসায় নিয়ে বেদম প্রহার করে। এমন মারধরের দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করে স্থানীয় জনৈক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়।

এরপর তড়িঘড়ি করে মাদরাসা শিক্ষক হাফেজ ইয়াহিয়াকে বুধবার (১০ মার্চ) ভোরেই স্থায়ীভাবে বহিষ্কার করে মাদরাসা কর্তৃপক্ষ ।

ভাইরাল হওয়া ভিডিও দেখে মঙ্গলবার রাত দেড়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। এসময় অভিযুক্তর বিরুদ্ধে ছাত্রের পরিবার মামলা করতে আগ্রহ প্রকাশ না করায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

মাদরাসা ছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল, শিক্ষক বহিষ্কার
ইউএনও কার্যালয়ে ইয়াসিন। ছবি: সংগৃহীত

আহত মাদরাসা ছাত্রের পিতা সাংবাদিকদের জানান, আল্লাহর কাছে বিচার দিয়েছি। আমি উক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন অভিযোগ কিংবা মামলা করব না।

মাদরাসার সুপার সাংবাদিকদের বলেন, ঘটনার সময় বাইরে ছিলাম। তবে ঘটনা জানার পর সেই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ ইয়াহিয়ার মুঠফোনে কল করলে রিসিভ করে একজন মহিলা জানান তিনি বাড়িতে নেই। মোবাইল রেখে বাইরে গেছেন।

এদিকে মাদরাসা ছাত্র নির্যাতনের ঘটনা ভাইরাল ও মারধরের দৃশ্য প্রকাশ্যে সংঘটিত হওয়ার পরও সেই শিক্ষককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ায় উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে।

আরো সংবাদ