আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:২৬

মানবদেহে করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ বৃহস্পতিবার

ভ্যাকসিন প্রয়োগ করবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা

বৃহস্পতিবার থেকে মানবদেহে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

তিনি বলেন, মানবদেহে নিরাপদ ও করোনা প্রতিরোধে কার্যকর প্রমাণ হলে উৎপাদনে বিনিয়োগ করবে সরকার। ব্রিটিশ নাগরিকদের জন্য সহজলভ্য করা হবে ভ্যাকসিনটি। গবেষণায়ও সবরকম সহায়তার আশ্বাস দেন ম্যাট হ্যানকক।

ভ্যাকসিন ট্রায়ালে ১৮ থেকে ৫৫ বছর বয়সি সুস্থ ব্যক্তিদের স্বেচ্ছাসেবী হিসেবে আবেদনের আহ্বান জানানো হয়েছে। ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালে ২ কোটি পাউন্ড বরাদ্দ দেয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত