খুলনার ডুমুরিয়ায় সাহস ইউনিয়নে বছরের প্রথম দিনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের মহড়া পরিচালিত হয়েছে। থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাসুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর একটি বহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রদর্শিত হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, জনমনে স্বস্তি ফেরাতে এবং পুলিশ প্রশাসন যে মাঠে রয়েছে সেটা মানুষকে জানান, দেয়াসহ অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার এবং মুলতবি যে সমস্ত গ্রেফতারি পরোয়ানার আসামি রয়েছে তাদের অবস্থান নিশ্চিত পূর্বক দ্রুত গ্রেফতারের লক্ষ্যে আমাদের এ অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান অভিযান অব্যাহত থাকবে।