আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:০০

মামাতো ভাইয়ের বাসার খাটের নিচে মিলল যুবকের মরদেহ

চট্টগ্রামে আত্মীয়ের বাসার খাটের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে নগরের কোতোয়ালী থানার টেরিবাজার আফিমের গলির একটি বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া ওই যুবকের নাম মাধব দেবনাথ। তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি নগরের হাজারীগলির একটি স্বর্ণের দোকানের কারিগর ছিলেন ও লালদিঘীর পাড় এলাকায় একটি ব্যাচেলর বাসায় থাকতেন।

যে বাসা থেকে মাধবের মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি তার মামাতো ভাই পিন্টু দেবনাথের। পিন্টুও একই দোকানে কাজ করতেন। ওই বাসায় পিন্টু ,তার স্ত্রী, তার ছোট দুই ভাই এবং মা-বাবা থাকেন। পুলিশের ধারণা, মাধবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পিন্টুসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, শুক্রবার সন্ধ্যায় পিন্টু পুলিশকে ফোন করে জানিয়েছিল তার পিসতুতো ভাই মাধবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে স্থানীয় লোকজন আফিমের গলির একটি বাসা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে পুলিশকে খবর দেয়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পুলিশ ঘটনাচক্রে পিন্টুর বাসার খাটের নিচ থেকে মাধবের মরদেহটি উদ্ধার করে। এ সময় মাধবের হাত-পা বাঁধা ছিল। গলায় শ্বাসরোধের চিহ্ন ছিল।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, বাসায় ডেকে নিয়ে মাধবকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ পিন্টু তার স্ত্রীর সঙ্গে মাধবের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন। খুনের সঙ্গে কে কে জড়িত, কিভাবে হত্যাকাণ্ডটি হয়েছে সেটাও তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আরো সংবাদ