আজ - শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:৪০

মালদ্বীপকে ৬ রানে গুটিয়ে বাংলাদেশের বিশাল জয়!

বাংলাদেশ নারী ক্রিকেট দলের কাছে ৬ রানেই অলআউট হয়ে গেছে মালদ্বীপের মেয়েরা। এসএ গেমসে ক্রিকেট খেলতে এসে তারা নিয়মিত ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।

এর আগে নেপালের কাছে ১৬ রানে, শ্রীলঙ্কার কাছে ৩০ রানে অলআউট হওয়ার পর এবার বাংলাদেশের কাছে অলআউট হলো মাত্র ৬ রানে। বাংলাদেশের জয় ২৪৯ রানের বিশাল ব্যবধানে। বুধবার শ্রীলঙ্কার কাছেও ২৪৯ রানে হেরেছিল তারা।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে খেলেছে ১২ ওভার। রান করেছে কেবল ৬। তাতেই অলআউট হয়ে গেছে দ্বীপ দেশটির মেয়েরা।

টস জিতে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরি উপহার দেন বাংলাদেশের নিগার সুলতানা এবং ফারজানা হক। ১৯ রানের মধ্যে দুই ওপেনার বিদায় নেয়ার পর জুটি বাধেন নিগার এবং ফারজানা।

মালদ্বীপের বোলারদের এরপর তুলোধুনো করতে থাকেন নিগার-ফারজানা। দু’জনের ব্যাট থেকে আসে ২৩৬ রানের বিশাল জুটি। ৬৫ বলে ১১৩ রানে নিগার সুলতানা এবং ৫৩ বলে ১১০ রানে অপরাজিত থাকেন ফারজানা হক। নিগার সুলতানা ১৪টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৩টি। ফারজানা হক বাউন্ডারি মারেন ২০টি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত