আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:১০

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় প্রান গেলো যশোরের ছেলে আসাদুলের।

মালয়েশিয়ায় ক্রেন দূর্ঘটনায় আসাদুল (৪০) নামে এক বাংলাদেশী নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) (মালয়েশিয়ান সময়) সকাল সাড়ে ১১টায় সে দেশের হাঙ্গেরির সুবাং শহরের একটি নির্মাণাধীন ভবনে ঘটনাটি ঘটেছে। নিহত আসাদুল শার্শা উপজেলার বাগাআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের কৃষক হাতেম আলী সর্দারের ছেলে।

নিহতের পরিবার জানায়, আসাদুল ৮ বছর পূর্বে মালয়েশিয়া প্রবাস জীবনের শুরু করেন। শুরু থেকে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সকালে একটি ভবনে কাজ করার সময় একটি ক্রেনের হলার পরিবর্তন করতে গেলে ক্রেনের নাট খুলে বড় লোহার অংশ তার মাথার উপর আছড়ে পড়লে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

আসাদুলের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->