আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫০

মায়েরা শিক্ষিকার ভূমিকায়, উদ্যোগে বাগেরহাট শিশু অংগন বিদ্যানিকেতন।

করোনা পরিস্থিতিতে কোমলমতি ছাত্র-ছাত্রীদের লেখাপড়া থেকে দূরে না রাখতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বাগেরহাট শিশু অংগন বিদ্যানিকেতন। প্রতিষ্ঠানটি তাদের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার কথা চিন্তা করেই এখন মায়েদেরকে শিক্ষিকার ভূমিকায় এনেছেন।
প্রতিষ্ঠানের শিক্ষকগণ সপ্তাহে দু’দিন স্বাস্থবিধি মেনে মায়েদেরকে স্কুলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বুঝিয়ে দিচ্ছেন, আর বাড়িতে গিয়ে মায়েরাই নিজ-নিজ সন্তানের শিক্ষিকার ভূমিকা পালন করছেন। বাড়িতে বসে ছাত্র-ছাত্রীরা প্রথম সাময়িক পরীক্ষাও দিয়েছে। মায়েরাই শিক্ষিকা হিসেবে পরীক্ষায় পরিদর্শকের ভূমিকা পালন করছেন। বিদ্যালয়ের অধ্যক্ষসহ সব শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের বাসায়-বাসায় পরিদর্শন করছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজা জামান শিল্পী জানান, করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীরা যেনো বই থেকে দূরে না থাকে, সেজন্য আমরা মে মাস থেকে আমাদের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সাজেসন পৌঁছে দিয়েছি। আমরা বাসায় রেখেই প্রত্যেক ছাত্র-ছাত্রীর পরীক্ষা সম্পন্ন করেছি। তিনি জানান, পরীক্ষা শুরু হলে আমরা ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে দেখেছি ছাত্র-ছাত্রীরা টেবিলে বসে পরীক্ষা দিচ্ছে, আর মা শিক্ষিকার মত তাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন, অথচ তার সন্তান লিখতে পারছেনা, মা কিন্তু তাকে বলেও দিচ্ছেন না। এটাই আমাদের অর্জন। আমরা মাকে এই জায়গায় আনতে পেরেছি। তিনি আরো জানান, সরকার যতদিন শিক্ষা প্রতিষ্ঠান না খুলবে, ততদিন এভাবে ছাত্র-ছাত্রীরা বাড়িতে বসে লেখা পড়া করবে।
পুরাতন বাজার এলাকার অভিভাবক স্বপ্না রাণী পাল বলেন, শিশু অংগন বিদ্যানিকেতন করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে, এতে আমরা খুশি। তিনি বলেন, আমার সন্তান পরীক্ষা দিচ্ছে আর আমি নিজেই শিক্ষিকার ভূমিকা পালন করছি, এটি আমার কাছে বড় পাওয়া। শিশু অংগন বিদ্যানিকেতনের ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানাই।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত