আজ - বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - ভোর ৫:২৭

মা কে অচেতন করে ছেলের লুটপাট,ছেলের বিরুদ্ধে বাবার সংবাদ সম্মেলন।

যশোরের চৌগাছায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়া ও প্রতারণার অভিযোগে নিজ পুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক বাবা। ভুক্তভোগী বাবা আব্দুর রহমান উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা।
রোববার সকালে শহরের প্রেসক্লাব চৌগাছার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মলনে ভুক্তভোগী বাবা আব্দুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার দুই ছেলে। ছোট ছেলে একটি বিশ^বিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করে চাকরির চেষ্টা করছে। এবং বড় ছেলে আশফাকুর রহমান প্রান্ত ২০১৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে। সেখানে দুই বছর চাকরি করে চাকরিরত অবস্থায় পালিয়ে বাড়িতে চলে আসে। তাকে অনেক বুঝিয়েও চাকরিতে ফেরাতে পারিনি। এর পরে সে এলকার দুষ্কৃতকারীদের সাথে মিলে নানা অপকর্মে জড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ছেলে এবং ছেলের স্ত্রী সুমাইয়া আক্তার মিলে চলতি বছরের ১৭ মার্চ তার মাকে চেতনানাশক পান করিয়ে ঘরে থাকা ৮০ হাজার নগদ টাকা এবং দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। সে সময় আমি ছেলে আশফাকুর রহমানের বিরুদ্ধে চৌগাছা থানায় একটি অভিযোগ দায়ের করি। কিন্ত সে পালাতক থাকার কারণে পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি।
তিনি আরো বলেন, লোকমুখে শুনছি প্রান্ত দেশের বিভিন্ন এলাকায় নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। বিভিন্ন স্থান থেকে আমার কাছে ফোন করে তার অপকর্মের খবর দিচ্ছে। এমনকি কেও কেও ছেলের অপকর্মের ক্ষতিপূরণও দাবি করে।
ছেলে আশফাকুর রহমান প্রান্ত’র সাথে তাদের কোনো যোগাযোগ নেই। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, এদিকে ছেলের অপকর্মে জড়িয়ে পড়ার সুযোগে একশ্রেণির মানুষ আমার কাছ থেকে সুবিধা নেয়ার চেষ্টা করছে। সম্প্রতি চুয়াডাঙ্গা থেকে কয়েকজন আমার গ্রামের বাড়িতে এসে অভিযোগ করে প্রান্ত তাদের একটি মোটর সাইকেল নিয়ে বিক্রি করে দিয়েছে। আমার কাছে সেই মোটর সাইকেলের টাকা দাবি করে। তাদের কাছে আমার ছেলের সন্ধান চাইলে তারা চলে যায়। পরে বুঝতে পেরেছি এরাও এক শ্রেণির প্রতারক।
অবসর প্রাপ্ত এই সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ছেলের ছবিসহ সারা দেশে প্রচার করে তাকে আইনের আওতায় নিয়ে আসতে সাংবাদিকদের কাছে সহযোগীতা কামনা করেন।
সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী বাবার কয়েকজন আত্মিয় স্বজনসহ উপস্থিত ছিলেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সিনিয়র সহসভাপতি রহিদুল খান, সম্পাদক এমএ রহিমসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদকর্মীরা।

আরো সংবাদ