আজ - শনিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৪:২৬

মিজানুর রহমান খাঁনের নেতৃত্বে চৌগাছা-ঝিকরগাছা বিএনপির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ।

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসনে বিএনপিতে ঐক্যের সুবাতাস বইছে। যশোর জেলা বিএনপির অন্যতম নেতা ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এর নেতৃত্বে দুই উপজেলার বিএনপির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে। ফলে এ আসনের বিএনপি নেতারা এক সাথে সকল ধরণের দলীয় কার্যক্রম পরিচালনা করছে।

জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসনে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে আত্মদ্বন্দ চলছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুই উপজেলাকে ঐক্যবদ্ধ করতে মাঠে নামে যশোর জেলা বিএনপির অন্যতম নেতা ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মিজানুর রহমান খানের পক্ষে এখন ঐক্যবদ্ধ দুই উপজেলার বিএনপি।

চৌগাছা উপজেলার বিএনপির সভাপতি এমএ সালাম বলেন, যশোর-২ আসনে বিএনপির নেতাদের মধ্যে এক ধরণের আত্মদ্বন্দ চলছিল। এতে দলে ভাবমুর্তি নষ্ট হচ্ছিল। তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতা মিজানুর রহমান খান এ আত্ম কোন্দল দূর করেছেন। মিজানুর রহমান খান নেতৃত্বে দুই উপজেলার বিএনপি এখন ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, এ আসনের সকল মনোনয়প্রত্যাশী এক হয়ে একই মঞ্চে বসে ধানের শীষের পক্ষে কাজ করছি।’

ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী ইমরান হাসান সামাদ নিপুন বলেন, আমি নিজেও একজন মনোনয়নপ্রত্যাশী। বিএনপির নেতা ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এর সাথে আমরা একমত হয়েছি। দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষ নিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, কয়েক দিন আগেও আমি, মিজান ভাই ও চৌগাছা জহুরুল ভাই এক সাথে ঝিকরগাছায় প্রোগ্রাম করলাম। আশা করি আগামী বুধবার থেকে ঝিকরগাছায় তাদের সাথে আরও কিছু প্রোগ্রাম করবো। আমাদের মধ্যে কোন দ্বন্দ নেই। আমরা সবাই এক।’

যশোর জেলা বিএনপির অন্যতম নেতা ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসনে বিএনপির নেতাকর্মী এবং জনগণ আমার শ্রম ও কষ্টের প্রতিদান দিয়েছে। চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার বিএনপির এখন ঐক্যবদ্ধ বিএনপি। এ আসনে ধানে শীষ যার, আমরা তার। সকল মনোনয়প্রত্যাশীরা এক হয়ে কাজ করছি।

তিনি আরও বলেন, ‘বিএনপির হাইকমান্ড নির্দেশে তৃর্ণমূলে কাজ করছি। ভবিষ্যতেও তা বজায় থাকবে। নেতাকর্মীদের দুঃসময়ে তাদের পাশে ছিলাম। এজন্য আগামী নির্বাচনে চৌগাছা-ঝিকরগাছা মানুষ আমাকে আপন করে নেয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->