আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৪৩

মিন্নির মা-বাবার বিচারের দাবি রিফাতের বাবার

বরগুনায় রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির মা-বাবাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন নিহত রিফাতের বাবা। রোববার (২১ জুলাই) বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

রিফাতের বাবা দুলাল শরীফ বলেন, মিন্নির বাবা-মা তাদের মেয়ের বিয়ের বিষয়টি আমার কাছে গোপন করে রিফাতের সঙ্গে বিয়ে দেয়। এই বিয়ে আমার ছেলের জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

দুলাল শরীফ বলেন, আমি ছেলে হারিয়েছি, কিছু কিছু গণমাধ্যম আমার পাশে না দাঁড়িয়ে তারা খুনিদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, প্রথমে যে ভিডিও প্রকাশ পায়, সেখানে মিন্নির ভূমিকায় সবাই প্রশংসা করে। তখন আমরা মিন্নিকে মামলার প্রথম সাক্ষী করি। পরবর্তীতে ঘটনার আরেকটি ভিডিও প্রকাশিত হওয়ায় মিন্নির ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এছাড়া নয়ন বন্ডের মায়ের কথায় আরও প্রকাশ্যে আসে মিন্নির আসল চেহারা। এরপর আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে এই হত্যাকাণ্ডে মিন্নির সংশ্লিষ্টতার খোঁজ পাই। পুলিশও তাদের তদন্তে মিন্নির সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। এরপরই তাকে গ্রেফতার করা হয় এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতেই প্রতিয়মান হয় যে, মিন্নিই এই খুনের প্রধান পরিকল্পনাকারী।

আরো সংবাদ