আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৩৮

মিরপুরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ঢাকা অফিস: মিরপুর ১ নম্বরে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আজ শুক্রবার ( ২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সিদ্দিক (৬০)। তিনি বেলুন বিক্রেতা। ছয় সাত বছর ধরে তিনি ওই এলাকায় বেলুন বিক্রি করতেন।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান খানজাহান আলী 24/7 নিউজ কে এতথ্য নিশ্চিত করেছেন।

সেলিমুজ্জামান জানান, শিক্ষাপ্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আহত হন সিদ্দিক ও এক ছাত্রী। তাদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন।

স্কুলের একজন শিক্ষক জানিয়েছেন, এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী আছে।তাদের ডেলটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

আরো সংবাদ