আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৩৭

‘মিল্কভিটা দুধ বাজারজাত করতে পারবে’

বাজারে থাকা ১৪টি পাস্তুরিত দুধ উৎপাদন কোম্পানির মধ্যে মিল্কভিটা উৎপাদন ও বাজারজাত করার সুযোগ পাবে বলে আদেশ দিয়েছে চেম্বার আদালত। মিল্ক ভিটার আবেদনের ওপর শুনানি করে হাইকোর্টের নিষেধাজ্ঞা ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিমকোর্টের চেম্বার আদালত।

সোমবার, চেম্বার আদালতের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান মিল্কভিটার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে দেন। বাজারে থাকা ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধে সীসা, ডিটারজেন্ট ও অ্যান্টিবায়োটিকের অস্তিত্ব পাওয়ায় রবিবার হাইকোর্টের একটি বেঞ্চ এসব কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বাজারজাতকরণের ওপর ৫ সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা দেয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করে মিল্কভিটা। চেম্বার আদালতের আদেশের ফলে মিল্কভিটা কোম্পানি পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণণ করতে পারবে।

বিএসটিআইয়ের আইনজীবী সরকার এম আর হাসান জানান, ‘হাইকোর্ট ডিভিশন যে অর্ডার করেছিলো তার ওপর ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেয়া হয়েছে। তবে, পূর্ণাঙ্গ রায় পেলে পুরোটা বলা যাবে।’

আরো সংবাদ