আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৩:০৬

মুক্তিযোদ্ধাদের মাঝে “ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড” বিতরণ। 

 

গত ২৭ (অক্টোবর) রোজ বৃহস্পতিবার দুপুর ১২.৩০ ঘটিকায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ সভায় স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড মাহবুবুর রহমান। অতিথির বক্তৃতা করেন দাকোপ থানা অফিসার ইনর্চাজ উজ্জল দত্ত, অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ায়ীলীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভূমিদাতা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা সমজাসেবা কর্মকর্তা প্রবীর রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের,বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহিত লাল মাঝি, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ অহেদ গাজী প্রমুখ। সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন অতিথির বৃন্দ। সভাটি পরিচালনা করেন সোনালী ব্যাংক দাকোপ উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ আনোয়ারুল জ্জামান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত