আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১২:১৩

মুখ্যমন্ত্রীর নিজ বাড়ী না থাকায় থাকবেন পার্টি অফিসে!

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার সরকারি বাসভবন ছেড়ে দিয়ে নতুন ঠিকানায় উঠেছেন। আর তার এই নতুন ঠিকানা হলো দলীয় কার্যালয়ের একটি কক্ষ।

সেখানেই এখন থেকে স্ত্রীসহ বসবাস করবেন তিনি। কারণ তার বাড়ি নেই। অথচ তিনি ছিলেন রাজ্যটির টানা ২০ বছরের মুখ্যমন্ত্রী। কমিউনিস্ট এই নেতার এর আগে একটি পৈতৃক বাড়ি পেয়েছিল। কিন্তু দলের জন্য সেটি বিক্রি করে দেন। এরপর আর বাড়ি করার দিকে তাকাননি। তবে তার স্ত্রী বাবার বাড়ির অংশ থেকে এক টুকরো জমি পেয়েছেন। সেখানে ভবিষ্যতে বাড়ি করবেন বলে ধারণা করা হচ্ছে। ত্রিপুরার অন্যতম রাজনৈতিক সংগঠন সিপিএম।

দীর্ঘদিন ধরে দলের সভাপতি তিনি। ৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয়েছে সিপিএম। ২০ বছর ধরে মার্কস অ্যাঙ্গেলস সরণিতে সরকারি বাড়িতে থাকতেন মানিক সরকার। বৃহস্পতিবার তা ছেড়ে দিয়েছেন। এরপর উঠেছেন দলীয় কার্যালয়ের অতিথি ভবনে। এখন থেকে সেখানেই থাকবেন তিনি। সূত্র: এনডিটিভি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত