আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৩৬

মুজিব শতবর্ষে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী তুহিনের হুইল চেয়ার বিতরণ

খানজাহান আলী 24/7 নিউজ: ‘মুজিব শতবর্ষ’ ও মহান জাতীয় স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি যশোর সদর উপজেলাধীন নওয়াপাড়া ইউনিয়নে হুইল চেয়ার বিতরণ করেছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ ও সাধারণ সম্পাদক এবং আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

আজ শুক্রবার (২৬ মার্চ ) সকালে বাহাদুরপুর মেহগনিতলাস্থ আওয়ামীলীগের কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির তুহিনের উদ্যোগে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মোতালেব বাবু, ইউনিয়ন যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির তুহিন, আওয়ামীলীগ নেতা তৌফিক আহমেদ, প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত