আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৪:৪৩

মৃত্যুহার কমেছে ইতালিতে।

আন্তর্জাতিক ডেস্ক।। ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আগের তুলনায় কিছুটা কমেছে। দেশটিতে একদিনে ৫২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ হাজারে। পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে বলে মনে করা হলেও প্রবাসী বাংলাদেশিরা এখনো আতঙ্কে রয়েছেন।

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। তবে মৃতের সংখ্যা এখনো ৫ শ’র উপরেই রয়েছে।দেশটিতে লকডাউনের পরও নাগরিকরা বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ায় সরকার কড়াকড়ি আরোপ করেছে। আগামী ১৩ এপ্রিল দ্বিতীয় পর্যায়ের লকডাউনের সময়সীমা নির্ধারিত থাকলেও প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বলেছেন, লকডাউন কখন শেষ হবে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।

এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা লোম্বার্দিয়া অঞ্চলে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশ জারি করা হয়েছে।আক্রান্ত এবং মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় কিছুটা কমলেও প্রবাসী বাংলাদেশিরা এখনো রয়েছেন বেকায়দায়।

এর আগে ইতালির একটি গবেষণা ইনস্টিটিউট, ১৩ এপ্রিলের পর দেশটিতে আক্রান্তের সংখ্যা কমতে থাকবে বলে পূর্বাভাস দিয়েছিল। এমনকি ১৬ মে তা শূন্যে নেমে আসবে বলেও জানায়। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সেদিকেই যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত