মেহেরপুর প্রতিনিধি ।। মেহেরপুর পিরোজপুরে হঠাৎ পাড়ায় ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে কোভিড-১৯ ও পরিষ্কার পরিছন্নতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সকালে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভাই কোভিভ-১৯ সংক্রমনের ভয়াবহতা ও সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক পরিধান ও ব্যক্তিগত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বারবার হাত ধোয়ার উপর গুরুত্ব দিতে বলেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আমিরুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাহিদ ফাতেমা,প্রোগ্রাম অফিসার আবু সুলাইমান, ইউনিট ম্যানেজার তারিক কাজী ইমরান, ও ফিল্ড অফিসার শামীমা খান।
সভাই তাদের পরিবারের সদস্যরা কোভিড-১৯ সংক্রমণের ভয়াবহতা ও সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশ দেন।
আলোচনা শেষে লিফলেট সাবান ও মাস্ক বিতরণ করা হয়। অ্যাকসেস প্রকল্প বাস্তবায়নে ওয়াটার ওআরজি আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হয়।