আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:০১

মেহেরপুরে যুবককে পিষে দিল কাভার্ডভ্যান, অবরোধ

মেহেরপুর সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।

বুধবার সকাল সাড়ে ৮টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে উপজেলার দরবেশপুরে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি শাহ দারা খান জানান।

নিহত আশরাফুল ইসলাম উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী দরবেশপুর গ্রামের এমদাদ হোসেন বলেন, আশরাফুল ও তার এক বন্ধু সকালে মহাসড়কের পাশে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কথা বলতে বলতে এবং ধাক্কাধাক্কিতে দুজন সড়কের মধ্যে চলে আসেন।

তখন চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই আশরাফুল মারা যান। তার বন্ধু আহত হয়।”

মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান আশাবুল হক বলেন, আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা আশরাফুলকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চালক ও তার সহকারী (হেলপার) গাড়ি ফেলে পালিয়ে গেছেন।

সদর থানার ওসি শাহ দারা খান বলেন, সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীকে অনুরোধ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ