আজ - শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:০৬

মেয়ের সাথে বিয়ে দাও, না হলে তিন লাখ টাকা চাঁদা দাও’ দাবি অভয়নগরের হৃদয়ের

মেয়ের সাথে বিয়ে দাও না হয় তিন লাখ টাকা চাঁদা দাও এমনটি বলেছেন অভয়নগরের বুইকরা মাস্টারপাড়ার সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান হৃদয়।

বাধ্যহয়ে বৃহস্পতিবার অভয়নগরের বুইকরা মাস্টারপাড়ার ওমর আলীর স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে আদালতে হৃদয়সহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

অপর আসামিরা হলেন একই এলাকার  ডলার রশিদের ছেলে জিসান আহম্মেদ জয় ও মৃত গোলাম মোস্তফা বাবুর ছেলে বিল্লাল আহম্মেদ।

মামলা সূত্রে জানা যায় , কুলসুম বেগমের মেয়েকে আসামি হৃদয় দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন। এ বিষয়ে কুলসুম বেগম স্থানীয় ইউপি মেম্বারকে জানালে হৃদয়সহ অন্য আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে আসামিরা তার বাড়িতে যায়। এ সময় আসামি হৃদয় তার সাথে তার মেয়েকে বিয়ে অথবা তিন লাখ টাকা চাঁদা দাবি করে। কুলসুম বেগম তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় কুলসুম বেগম মামলা করতে পারেন এমন সংবাদ পেয়ে ১ আগস্ট বিকেলে ফের তার বাড়িতে চড়াও হয় আসামিরা। এ সময় তারা আবারও মেয়েকে বিয়ের প্রস্তাব অথবা তিন লাখ টাকা চাঁদা দাবি করে। আসামিদের প্রস্তাবে রাজি না হওয়ায় কুলসুম বেগমকে মারপিট করে জখম করে। বাধ্য হয়ে আদালতের আশ্রয় নেন কুলসুম।

আরো সংবাদ