আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:১৪

মোংলায় বন্ধুকে খুনের মামলায় ‘বন্ধু’ গ্রেপ্তার

বাগেরহাটের মোংলা উপজেলায় ছুরিকাঘাতে যুবককে হত্যার মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মাথায় মঙ্গলবার রাতে খুলনার কয়রা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান।

গ্রেপ্তার মো. মারুফ হোসাইন (৩৫) খুলনার কয়রা উপজেলার আব্দুর রশিদের ছেলে।

সোমবার সন্ধ্যায় মোংলা পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় ছুরিকাঘাতে মো. শাহীনকে হত্যা করা হয়। মঙ্গলবার দুপুরে নিহতের বড় বোন খাদিজা বেগম বাদী হয়ে মারুফকে প্রধান আসামি ও আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।

মোংলায় ‘বন্ধুর হাতে’ বন্ধু খুন 

ওসি বলেন, “ঘটনার পর থেকেই প্রধান আসামিকে গ্রেপ্তারে তৎপর ছিল পুলিশ। তদন্ত কর্মকর্তা এসআই আলী রেজার নেতৃত্ব পুলিশ মারুফকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।”

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত