আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৩৪

ময়মনসিংহে মাইক্রোবাস পুকুরে, ৮ জনের মৃত্যু

ময়মনসিংহে ফুলপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে আটজনের মৃত্যু হয়েছে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, উপজেলার পশ্চিম বাসাতি এলাকার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৫ নারী, ২ পুরুষ ও ১ শিশু রয়েছে বলে পুলিশ জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

ওসি বলেন, “মাইক্রোবাসটি ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই শিশুসহ আটজন নিহত হয়।

“খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৮ জনের লাশ ও দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে।”

ওসি বলেন, মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিল। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে।

আরো সংবাদ