আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫১

ময়মনসিংহে মাইক্রোবাস পুকুরে, ৮ জনের মৃত্যু

ময়মনসিংহে ফুলপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে আটজনের মৃত্যু হয়েছে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, উপজেলার পশ্চিম বাসাতি এলাকার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৫ নারী, ২ পুরুষ ও ১ শিশু রয়েছে বলে পুলিশ জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

ওসি বলেন, “মাইক্রোবাসটি ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই শিশুসহ আটজন নিহত হয়।

“খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৮ জনের লাশ ও দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে।”

ওসি বলেন, মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিল। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত