আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫২

যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুলের দেহে মিলেছে করোনার অস্তিত্ব।

দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল কারোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১৪ জুন তার করোভাইরাস পজিটিভ আসলেও বিষয়টি গোপন রাখেন পরিবারের সদস্যরা। বর্তমানে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আক্রান্ত হওয়ার প্রথম দিকে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ থাকলেও বর্তমানে উন্নতির দিকে।

নুরুল ইসলাম বাবুলের স্ত্রী সালমা ইসলাম একজন সংসদ সদস্য। বাবুলের সঙ্গে তার স্ত্রী ও পরিবারের সদস্যদেরও নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাদের সবার ফলাফল নেগেটিভ এসেছে।

যমুনা গ্রুপ দেশের শীর্ষ শিল্প গ্রুপগুলোর মধ্যে অন্যতম একটি। চামড়া, মোটর সাইকেল, বস্ত্র, রাসায়নিক, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজসহ আরো নানা কিছু উৎপাদনের সঙ্গে যুক্ত আছে এই গ্রুপটি। এছাড়া দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানা এই গ্রুপের হাতে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত