আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:৪৪

যশোরে নাবিল আহমেদের গণসংযোগ- নৌকায় ভোট প্রার্থনা।

মুনতাসির মামুন: যশোর সদর ৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ পুণরায় মনোনয়ন পাবার পর সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে গিয়ে আ’লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়, দিকনির্দেশনা সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। পুণরায় নির্বাচিত হলে যে সকল কাজ অসম্পূর্ণ রয়েছে তা সম্পন্নকরণ সহ সার্বিক উন্নয়ন কাঠামো ও রূপরেখা নিয়ে আলোচনা করেন নাবিল আহমেদ। আজ সোমবার বিকালে দেয়াড়া ইউনিয়নে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

দেয়াড়া ইউনিয়নে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সকল ভেদাভেদ ভূলে নৌকার বিজয় তথা আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার মার্কার বিজয় সু-নিশ্চিত করতে সকলকে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে, জেলা ও উপজেলা আ’লীগ নেতৃবৃন্দদের সাথে নিয়ে সদর উপজেলার নরেন্দ্রপুর,কঁচুয়া, চুরামনকাঠি, হৈবতপুর, উপশহর, চাঁচড়া সহ বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করেন তিনি।

আরো সংবাদ