আজ - শুক্রবার, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:২২

যশোরে স্কুলছাত্র ছুরিকাহত

যশোরে তহিদুল ইসলাম তোহা (১৭) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল পোনে ১০টার দিকে শহরের কালেক্টরেট চত্বরে এই ঘটনা ঘটে। তাকে যশোর জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়েছে। আহত তোহা যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

তোহা জানায়, সে সকালে যশোর কালেক্টরেট চত্বর দিয়ে যাচ্ছিলো। এসময় দুইজন তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, তোহার বাম পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। তবে সে এখন শঙ্কামুক্ত।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত