আজ - রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:১৫

যশোররে ১২ লাখ টাকা চাঁদার দাবি একটি পরিবার কে ৮ ঘন্টা জিম্মি।

যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া মানিকতলা মসজিদ গলির একটি বাড়িতে ১২ লাখ টাকা চাঁদার দাবিতে আট ঘণ্টা জিম্মি এবং পার্শ্ববর্তী আরেকটি বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ মার্চ) সেহরির পর ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত জনৈক জাকির হোসেনের (৩৮) বাড়িতে ভাড়াটিয়া মাহামুদুল হাসান শাহীন (৩৬) ও তার পরিবারকে জিম্মি করে একই এলাকার মাদকসেবী ও কুখ্যাত সন্ত্রাসীরা। এরপর বাড়ির মালিক জাকির হোসেনের পার্শ্ববর্তী বাড়িতে হামলা চালায় তারা।

ভুক্তভোগী জাকির হোসেন যশোরের চৌগাছা উপজেলায় সহকারী শিক্ষা কর্মকর্তা। ওই এলাকায় দুটি বাড়ির মালিক তিনি। এছাড়া আরও কয়েকটি টিনশেডের বাড়িতে ভাড়াটিয়ারা বসবাস করেন।

ভুক্তভোগী জাকির হোসেন জানান, শনিবার সেহরির পর থেকে তার ভাড়াটিয়ার বাড়িতে সজল ইসলাম বাবু (৩২) ও আসানুর (২৭) নামে দুই সন্ত্রাসী শাহীনের পরিবারকে জিম্মি করে রাখে এবং ১২ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে বেলা ১টার দিকে বাড়ির মেইন গেটে তালা লাগিয়ে তারা জাকির হোসেনের নিজস্ব বাসভবনে হামলা চালায়। সন্ত্রাসীরা রামদা ও চাপাতি দিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

তিনি আরও জানান, মূল ফটকে তালা থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি, তবে তালা ভেঙে ফেলতে পারলে তার স্ত্রী, বোন ও মা’কে গুরুতর আঘাত করত।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, সন্ত্রাসী সজল ইসলাম বাবু এবং আফসার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। বিভিন্ন সময়ে ভাড়াটিয়াদের কাছ থেকে ৫০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করেছে। চাঁদা না দিলে অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। এছাড়া, তারা প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল সেবন করে।

ঘটনার পরপরই পুলিশ উপস্থিত হলে অভিযুক্তরা গা ঢাকা দেয়। যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পায়েল জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। ভুক্তভোগী পরিবার নিরাপদ রয়েছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত