আজ - বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ২:০৩

যশোরের অভয়নগরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে আলোচনা, সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠিত

 

যশোরের অভয়নগর উপজেলায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজন আলোচনা, সংবর্ধণা ও স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শাহ্ হাদিউজ্জামান স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর অভয়নগর উপজেলার সভাপতি সুনীল দাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্জিঃ আরশাদ পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সদস্য ডি আর আনিসুর রহমানসহ উদীচী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে যশোর ও অভয়নগরের শ্রেষ্ট জয়ীতা পুরস্কার পাওয়া সুলতানা আরিফা মিতাকে সন্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া ৭জন শিল্পী ও ২৭ জন শিশু ও ৮ জন অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষককে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, প্রাবন্তী দে, নন্দিতা, লক্ষী সরকার জ্যোস্না দাস, মনীষা গাঙ্গুলী। কবিতা পাঠ করেন, উৎপল পুলক দাস। অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর উন্নয়ন ও আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়া সংস্কৃতির বিষয়ে বিস্তর আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত