আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৪২

যশোরের ডিবি পুলিশ পত্নীর ভারতে মৃত্যু! 

আন্তর্জাতিক ডেস্ক ॥ যশোর ডিবি পুলিশের এ.এস আই আলমগীর হোসেনের স্ত্রী কানিজ ফাতেমা নাজনিন ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে…রাজিউন। রোববার রাত ৩ টায় ভারতের ভেলোর রাজ্যের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ১৩ জানুয়ারি তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্য হয় বলে জানান স্বামী আলমগীর হোসেন। ভারত থেকে তিনি আরো জানান, ভেলোর থেকে মঙ্গলবার সকালে বিমানযোগে মৃতের লাশ ঢাকায় বাবার বাড়ি নেওয়া হবে। ওই দিন বিকালে মিরপুর কবরস্থানে দাফন করা হবে। এদিকে তার এ অকাল মৃত্যুতে ঘোপ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । কানিজের এ অকাল মৃত্যু কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তারা। এলাকাবাসী জানান, জেলরোডে আকবর হাজীর বাড়িতে আলমগীর তার স্ত্রী কানিজ ও ছেলে শান্তকে নিয়ে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন। গত সপ্তাহে তারা স্ব-পরিবারে কানিজের চিকিৎসার জন্য ভারতে যান। এরপর রোববার সকালে তাদের কাছে খবর আসে কানিজ মারা গেছেন। তার এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তারা।

আরো সংবাদ