যশোরের প্রথম নারী পুলিশ সুপার (এসপি) রওনক জাহান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এই মতবিনিময় সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং নির্মূল, মাদক নিয়ন্ত্রণ ও পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এসময় এসপি রওনক জাহান জানান, যশোরে দায়িত্ব গ্রহণের পর মাত্র ১৫ দিনের মধ্যে তিনটি কিশোর গ্যাং আটক করা হয়েছে। তিনি বলেন, “মাদক নির্মূল করা অত্যন্ত কঠিন। কেননা বর্তমানে অনলাইনে কিংবা মোবাইল ফোনের মাধ্যমে মাদকের কেনাবেচা হচ্ছে। তারপরও জেলা পুলিশ মাদক নির্মূলে বদ্ধপরিকর।
তিনি আরও জানান, গত ১৫ দিনে তিনি তিনবার ফিল্ড কমান্ডার পর্যায়ের বৈঠক করেছেন, যেখানে যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।
মতবিনিময় সভায় পুলিশের জনগণের সঙ্গে দূরত্ব কমানোর ওপর গুরুত্বারোপ করেন রওনক জাহান। তিনি বলেন, “৫ আগস্টের পর পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কিছুটা বেড়েছে। পুলিশ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী বাহিনী, যাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। তবে মূলত পুলিশ জনগণের বন্ধু। আমরা চাই, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় থাকুক।
এ সময় যশোর জেলা ও শহরের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, টেলিগ্রামের সম্পাদক বিনয়কৃষ্ণ মল্লিক, সাংবাদিক নুর ইসলাম, ইন্দ্রজিৎ রায়সহ আরও অনেকে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি রওনক জাহান ভবিষ্যতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন