আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:০৪

যশোরের বহুল আলোচিত যুবলীগ নেতা মাজহারুল গ্রেফতার

জেলা প্রতিনিধি।। যশোর সদর উপজেলার বহু আলোচিত সেই যুবলীগ নেতা মাজহারুল আটক।

 

 

আজ বিকাল ৬ টার সময় যশোর সদর উপজেলা যুবলীগের অব্যাহতি প্রাপ্ত যুগ্ম আহবায়ক মাজহারুল কে যশোর ইছালী ফাড়ির পুলিশ।ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম থেকে গ্রেফতার করেন।অব্যাহতি প্রাপ্ত যশোর সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুলকে গ্রেফতারের সংগে সংগে ইছালী ফাড়ির আইসি মোকাররম টুআইসি তরিকুল ইসলাম মাজহারুল কে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করেন।

মাজহারুলের গ্রেফতারের ব্যাপারে যশোর ইছালী ফাড়ির টুআইসি তরিকুল ইসলাম বলেন, ঢাকার সিআর চেকজালিয়াতির ৩ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিলেন মাজহারুল।এ ব্যাপারে ইছালী ফাড়ির আইসি মোকাররম সাহেবের ফোনে যোগাযোগ চেস্টা করে আইসির নাম্বার বন্ধ থাকে।

 

মাজহারুল ইছালী ইউনিয়নের আয়শা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে প্রাননাশের হুমকির মাধ্যমে দেশব্যাপী সমালোচিত ছিলেন।আয়শা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যার হুমকির কলরেকডিং প্রকাশ হওয়ার পরে।কেন্দ্রীয় যুবলীগ মাজহারুল কে যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়কের পদ থেকে অব্যাহতি প্রদান করেন।

আরো সংবাদ