আজ - শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৪০

যশোরের শানতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর।

যশোর-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার শানতলা পেপসি কোম্পানির সামনে ট্রাক চাপায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে মোটরসাইকেল চালক হযরত আলী (৩৫) ও

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর গ্রামের ইসহাকের ছেলে বুলু (৪০)।

যশোর কোতোয়ালি মডেল থানার এস আই তাপস জানিয়েছেন, ঘটনার সময় তারা দুইজন মোটরসাইকেল করে যশোর শহরের ধর্মতলার দিকে আসছিলেন।
পথিমধ্যে শানতলা পেপসি কোম্পানির সামনে পৌঁছালে পিছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুই জন মারা যান। বারোবাজার হাইওয়ে পুলিশের সহযোগিতায় নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হযরত আলী ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার রাতে বুলু বারোবাজার থেকে হযরত আলীর মোটরসাইকেলে করে ( যশোর -হ ১৫-২২০৫) যশোর শহরের ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তারা মারা যান।

আরো সংবাদ