আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৩৬

যশোরের শেখহাটিতে ছুরিকাঘাতে যুবক আহত!

স্টাফ রিপোর্টার : যশোরে লিটন হোসেন (২৬) নামে এক মুদি দোকানিকে এলোপাতাড়ি ছুরি মেরে গুরুতর আহত করেছে সুমন নামে এক যুবক।

আজ রোববার রাত পৌনে আটটার দিকে শহরের শেখহাটি জামরুলতলা এলাকায় লিটন ছুরিকাহত হন। তিনি জামরুলতলার আমিনুর রহমানের ছেলে। তিনি ওই এলাকায় একটি মুদি দোকান চালান।

আহত লিটন!

আহতের মা জোসনা বেগম খান জাহানআলী24.com কে বলেন, ‘এলাকার আল আমিনের ছেলে সুমনের সাথে আমার ছেলে লিটনের শত্রুতা ছিল। সুমন আমার ছেলেকে খুন করবে বলেও হুমকি দিয়েছিল। আজ রাতে লিটন বাসা থেকে বের হয়ে পাশেই জামরুলতলা মোড়ে যায়। এসময় সুমন তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরি মারে। লিটনের চিৎকার শুনে আমরা বাসা থেকে বের হয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’
স্থানীয় একটি সূত্র জানায়, মেয়েলি ঘটনা ও মাদক নিয়ে লিটনের সঙ্গে সুমনের বিরোধ ছিল।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানান, লিটনের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এ ব্যাপারে জানতে চাইলে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুর রহিম বলেন, এরকম ঘটনা আমার জানা নেই। খবর নিয়ে দেখছি।

আরো সংবাদ