আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৩৬

যশোরের সন্তান ডুমুরিয়া থানার ওসি বিপ্লব গুরুতর- দোয়া কামনা

স্টাফ রিপোর্টার ॥ খুলনার ডুমুরিয়া থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। গত সোমবার রাত আটটার দিকে থানায় নিজ কার্যালয়ে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক তাকে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, মো. সজিব খান, ডি আই ও-১ মাসুদ পারভেজ, খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি সেখ কনি মিয়া, ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মো. রফিকুর ইসলাম, ডুমুরিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, চুকনগর প্রেসকাবের সভাপতি এম রুহুল আমীনসহ অনেকে। এদিকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় বিকেলে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। ওসি আমিনুল ইসলাম বিপ্লবের বাড়ি যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড স্টাফ কোয়ার্টার মোড়এলাকায়। তার পরিবারের সদস্য ও স্বজনেরা তার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত