আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১:০২

যশোরের সানতলায় সড়ক দূর্ঘটনায় যুবলীগ নেতা নিহত-আহত ১।

স্টাফ রিপোর্টার: যশোরের সানতলায় হোম অব সিগন্যালের কাছে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন আরবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক আশরাফ আলী (৪৫) গুরতর আহত হয়েছেন আরবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমাস আলী (৪৭)।

প্রত্যক্ষ দর্শীরা জানান, দুপুর ২টার দিকে মোটর সাইকেল যোগে যশোরের দিকে আসছিলেন আলমাস ও আশরাফ। মটর সাইকেলটি হোম অব সিগন্যালের স্পিডব্রেকারে স্লো করলে পেছন দিক থেকে বেপরোয়া গতীতে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। পালিয়ে যায় ঘাতক ট্রাক। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আশরাফ (৪৫) কে মৃত ঘোষণা করেন। মোটর সাইকেল চালক আরবপুর ইউপি যুবলীগ সভাপতি আলমাস আলী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত আশরাফ বিশ্বাস আরবপুর ইউনিয়নের পতেঙ্গালি গ্রামের মোকাম বিশ্বাসের ছেলে।
যুবলীগ নেতা আশরাফ বিশ্বাসের মৃত্যুতে শোক
জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার, জেলা আওয়ামী লীগ সদস্য ও আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম।

আরো সংবাদ