আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৪৪

যশোরে অনলাইনে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক সেমিনার

যশোরসহ চার জেলার সাংবাদিকদের জন্য অনলাইনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট’র (পিআইবি) আয়োজনে ভার্চুয়াল সেমিনারে রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেন বাসস’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া ও ড. আব্দুল হান্নান। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথি ছিলেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ। সেমিনারে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী। এ সময় যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন, যুগ্ন সম্পাদক তবিবর রহমান, বাসস’র প্রতিনিধি সুলতান মাহমুদ, সাকিরুল কবীর প্রমুখ ভার্চুয়াল প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলার মোট ৩০জন সাংবাদিক অনলাইনে ‘ বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক সেমিনার’ এ অংশগ্রহণ করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত