একটি সৃজনশীল ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ‘অনু সাহিত্য পরিষদ’। হাজার বছরের স্বর্ণালী ইতিহাস ঐতিহ্যের অতন্দ্র প্রহরী। শিখরের সন্ধানে কাজ করে যাচ্ছে যে সংগঠনটি বিরামহীন। মনন চর্চার মানুষ তৈরীর এক পরিকল্পিত কারখানা। বৃহত্তর যশোর অঞ্চলের শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক ধারার বৃহত্তম প্লাটফর্ম। অনু সাহিত্য পরিষদ শিল্পের গান গায়। স্বপ্নের ফেরী করে বেড়ায়। চেতনার সুপ্তিভান্ডার মন্ত্রে উজ্জীবিত করে। নানাবিধ সাহিত্য চর্চার মাধ্যমে আলো চড়াচ্ছে অনু জীবন জমিনে। খ্যাতিমানদের স্পর্শে অনু সাহিত্য পরিষদ আজ এক অনন্য মহিরূপ। হয়ত একদিন গবেষকদের গবেষণার প্রাণ হতে পারে অনু সাহিত্য পরিষদ। যশোর অঞ্চলের ইতিহাসে বটবৃক্ষের মত ছায়া হয়ে দাড়াবে অনু সাহিত্য পরিষদ। কথা গুলো বলেছিলেন গুনীজন ও উপস্থিত সুধীজনেরা।
যশোর সদরের রাজারহাট বাজারে অনু সাহিত্য পরিষদের উদ্দেগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় মামুনুর রশীদ এর সঞ্চালনয় ও শেখ আজিম আকতার টুলুর সভাপতিত্বে প্রাধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মোস্তাকিম রাব্বি সাকিব . বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাই টিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম. অনু সাহিত্য পরিষদের জন্মদিন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহ সম্পদক মনোয়ার হোসেন. সংগঠন পৃষ্ঠপোষক হাজি কওছার মোল্লা. সিনিয়র সংবাদিক নাছির উদ্দীন. সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন. আব্দুর রহমান.আহমদ আলী তাইজেল হোসেন সহ সাংগঠনের সদস্য বৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।