আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:২৮

যশোরে আইসোলেশন থেকে হাত কড়া সহ আসামির পালায়ন।

স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি থাকা নারী ও শিশু নির্যাতন দমন আইনের আসামি জানালার গ্রীল ভেঙ্গে পালিয়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরে পুলিশকে জানায়। পুলিশ তাকে আটকের জন্য অভিযান শুরু করেছে। পালিয়ে যাওয়া আসামি সুজন মল্লিক (২৫) ওরফে শাকিল যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া বাঁশতলায় ভাড়া থাকতেন। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের গাজীপাড়ায়।

হাসপাতাল ও পুলিশ জানিয়েছে,  পুলিশ ১০ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদালত থেকে সুজন মল্লিককে কারাগারে নিয়ে যায়। এসময় তার শরিরে জ¦র, সর্দি, কাশি দেখা দেয়ায় কারাগারের সহকারী সার্জন যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার তাকে ভর্তি করে আইসোলেশনে পাঠায়। যার মামলা নম্বর ২০, জিআর নম্বর ৩১২/২০। তার হাজতী নম্বর ২২৪৯/২০।

হাসপাতালের আইসোলেশনে রোববার রাত ৮টা থেকে সিকিউরিটির দায়িত্ব পালন করছিলেন ন্যান্সনায়েক নাজমুল (না: ১৬৮৬) এবং কনস্টেবল আসাদ (কন: ২৩০৯)। তাদের সিসি নম্বর  ৫১৯৮২০।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের আইসোলেশনের দায়িত্বরত নার্স তুলি রাত ৯টার দিকে আসামি সুজনকে পানি দেয়। এরপর রাত পৌনে ১০টার দিকে খাবার দিতে গেলে তার ঘরের দরজা ভিতর লক করা দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। এসময় তারা দরজা খোলার চেষ্টা করে না পেরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে খুঁজে পায়না। এসময় পিছনের জানালার গ্রীল ভাঙ্গা দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতাল ও পুলিশ প্রশাসনকে জানানো হয়।

যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসলিম আলমসহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ, হাসপাতাল ও কারাকর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ আইসোলেশনে থাকা আসামি পালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুষার কান্তি খান হাসপাতালের আইনসোলেশনের আসামি সুজন পালিয়ে গেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুর রহমান আসামি পালিয়ে গেছে বলে নিশ্চিত করে বলেছেন, তাকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। আশাকরছি খুব দ্রুত তাকে আটক করতে সক্ষম হবো।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত