আজ - বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:৪৪

যশোরে আওয়ামীলীগের ১২ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা।

যশোরে জাতীয় সংসদ নির্বাচনের সময় কেন্দ্রে প্রবেশে বাধা, মারপিট ও বোমা বিস্ফোরণের অভিযোগে ঘটনার সাত বছর পর আদালতে মামলা হয়েছে। সোমবার সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকরাম হোসেন বাদী হয়ে আওয়ামী লীগের ১২ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সদর উপজেলার হামিদপুর গ্রামের নুরুল ইসলাম খোকন, তার চার ছেলে জনি, টনি, বনি ও রনি, মৃত ওসমান মোল্যার ছেলে মফিজুল ইসলাম, মৃত আশরাফ আলীর ছেলে তুহিন, ইলিয়াস হোসেনের ছেলে সোহাগ হোসেন, মফিজুল ইসলামের ছেলে সাগর হোসেন, ইদ্রিস আলী শেখের ছেলে বাবলু মিয়া, আব্দুর রাজ্জাকের ছেলে কবির হোসেন ও উজ্জত আলীর ছেলে মনিরুল ইসলাম।

বাদী আকরাম হোসেন তার অভিযোগে উল্লেখ করেছেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত। সেই নির্বাচনে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালানোর সময় তিনি ও তার সমর্থকরা হামলার শিকার হন।

২০১৮ সালের ২৭ ডিসেম্বর রাত ৮টার দিকে হামিদপুর বাজারে অবস্থানকালে আসামিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং লিফলেট ও ব্যানার ছিঁড়ে ফেলে। প্রতিবাদ করলে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং বিএনপি সমর্থকদের দোকানপাট ভাঙচুর করে।

এরপর ৩০ ডিসেম্বর সকাল ৯টার দিকে হামিদপুর মঞ্জুর রশিদের বাড়ির সামনে দিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাদী ও তার দলের লোকজনকে ভোট দিতে বাধা দেওয়া হয়।

পরবর্তীতে, ৩১ ডিসেম্বর রাত ১০টার দিকে আসামিরা বাদীর বাড়িতে প্রবেশ করে এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে বাদী তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা দিয়ে রেহাই পান। বাকি ৫০ হাজার টাকা পরবর্তীতে পরিশোধ করতে বলা হয়, অন্যথায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

বাদী মামলায় উল্লেখ করেন, সেই সময় আসামিদের ভয় ও রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি মুখ খুলতে সাহস পাননি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত