আজ - সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:৫৭

যশোরে আওয়ামীলীগের ২ নেতাকে আটক করেছে পুলিশ।

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে আটক করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, নাশকতার একাধিক মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গত ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বেনেয়ালী এলাকা থেকে জাহাঙ্গীর আলম মুকুল এবং নাভারণ পেট্রোল পাম্পের সামনে থেকে শাহজাহান আলীকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাদের আজ সোমবার আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত