আজ - বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:২৯

যশোরে আওয়ামীলীগ নেতা ফিরোজ খান আটক।

যশোর শহর আওয়ামী লীগ নেতা ও মৎস্য ব্যবসায়ী ফিরোজ খানকে ৪ ডিসেম্বর সন্ধ্যায় যশোর কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে। থানার একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় পাঁচটি নাশকতা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৫০০-এর বেশি অজ্ঞাত এবং প্রায় ৩০০ পরিচিত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নাশকতা মামলায় আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ খানকে আটক করা হয়। কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানিয়েছেন, ফিরোজ খানকে আজই নাশকতা মামলায় আদালতে পাঠানো হবে। একই সঙ্গে অন্যান্য আসামিদের ধরতে অভিযান চালিয়ে যাওয়া হবে।

আরো সংবাদ